আশা এনজিও লোন পদ্ধতি | ASA NGO Loan
আশা এনজিও লোন – আশা এনজিও একটি সামাজিক উন্নয়ন সংস্থা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং অন্যান্য শ্রেণীপেশার মানুশদের লোন সেবা প্রধান করে থাকে। আপনি আশা এনজিও থেকে ক্ষুদ্রঋণ নিতে পারবেন অনেক গুলো খ্যাঁতে এবং এটি বাংলাদেশের একটি জনপ্রিয় এনজিও।
আরও পড়ুনঃ সহজ কিস্তিতে লোন
আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র খ্যাঁতে ঋণ নিতে চান তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা একটি এনজিও, কারণ এটি শিক্ষা লোন থেকে শুরু করে স্যানিটেশন লোন, গরুর কামার করতে লোন, ক্ষুদ্র বেবসা করতে লোন এবং কৃষি কাজ করতে মৌসুমি লোনও প্রধান করে। এছাড়াও আরও অনেক খ্যাঁতে আশা এনজিও লোন প্রধান করা হয়।
আশা এনজিও লোন পদ্ধতি
আশা এনজিও লোন কিভাবে নিবেন? কারা নিতে পারবেন? কি কি যোগ্যতা দরকার হবে? আপনার মাসিক কত টাকা ইনকাম থাকলে লোনটি পেতে পারেন? কত টাকা নিতে পারবেন? কত দিনের মধ্যে পরিশোদ করতে হবে? কিস্তি কিভাবে দিতে হবে, সপ্তাহিক নাকি মাসিক? সুদের হাঁর কত শতাংশ দিতে হবে? সব কিছুই জানতে পারবেন এই পোষ্ট থেকে।
আরও পড়ুনঃ সোনালী ব্যাংক লোন পাওয়ার সহজ উপায়
আপনি যদি আশা এনজিও লোন নিতে চান তাহলে এই পোষ্ট শেষ পর্যন্ত পড়া আপনার জন্য অত্যন্ত জরুরী। কারণ এই পোষ্ট থেকে আপনি সকল বিষয়ে জানতে পারবেন, এবং সবকিছু জানার পর আশা এনজিও লোন পদ্ধতি নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা হবে যা পরবর্তীতে লোন গ্রহন করতে আপনাকে সাহায্য করবে।
আশা এনজিও লোন প্রাপ্তির জন্য যোগ্যতা
বরাবরের মত আশা এনজিও থেকে লোন নিতে হলে আপনার কিছু মিনিমাম যোগ্যতা দরকার হবে। যেসকল যোগ্যতা না থাকলে আপনাকে লোন পাবার জন্য বিবেচনা করা হবেনা।
আশা এনজিও লোন পদ্ধতি পেতে দরকারি যোগ্যতা সমুহঃ
- আশা এনজিও লোন নিতে আপনাকে বিবাহিত হতে হবে,
- আপনার বয়স ১৮ থেকে ৬৫ এর মধ্যে হতে হবে,
- আপনার ইনকাম থাকতে হবে, আপনি ক্ষুদ্র উদ্যোক্তা হলে সহজেই লোন নিতে পারবেন, ব্যবসায়ী হলেও আপনার জন্য লোন পেতে সহজ হবে,
- আশা এনজিও লোন পাওয়ার জন্য তাদের ব্যাংকে সঞ্চয় জমা রাখতে হবে (দ্বিতীয় বার লোন নিতে চাইলে)
- একজন নমিনি দরকার হবে, অবশ্যই তার ভালো পরিমান সম্পত্তি থাকতে হবে।
- আপনি যদি মানসিক বারশম্মহিন হন তাহলে লোন পাবেন,
- যেকোন ধরনের মানসিক রোগ থাকলে আপনাকে লোন প্রধান করা হবেনা,
- আপনি পূর্বে আশা এনজিও থেকে লোন পরিশোদ করেন নাই, এমন রেকর্ড থাকলে আপনাকে লোন দেওয়া হবেনা,
- অবশ্যই আপনার নিজের একটি বাড়ি থাকা প্রয়োজন,
- আপনাকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনি যদি অন্য যায়গায় থাকেন তাহলে আপনাকে ঋণ দেওয়া হবেনা,
আশা এনজিও লোন পেতে হলে এই সকল যোগ্যতা আপনার থাকতে হবে।
আশা এনজিও লোন পেতে যেসকল কাগজপত্র প্রয়োজন
আশা এনজিও লোন এর কয়েকটি প্রকারভেদ রয়েছে, তার প্রতিটার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট দরকার হয়, তবে আমরা এখানে একসাথে লিখেছি। এখানে উল্লেখ করা ডকুমেন্ট গুলোর মধ্যে থেকেই কিছু ডকুমেন্ট আপনার দরকার হবে।
- প্রথমেই দরকার হবে আশা এনজিও লোন আবেদন ফর্ম, ফর্মটি আপনার এলাকার আশেপাশের আশা এনজিও ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে ফিলাপ করতে হবে, আপনি যদি ফিলাপ করতে না পারেন তাহলে এনজিও কর্মকর্তাদের সাহায্য নিতে পারেন,
- নতুন তুলেছেন এমন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে,
- আশা এনজিও লোন পাওয়ার জন্য আপনার ভোটার আইডি কার্ড থাকা জরুরী, ভোটার আইডি কার্ড না থাকলে লোন পাবেন না,
- আশা এনজিও লোন পেতে আপনার যেকোন একটি জমির পর্চা, খাজনা সহ দলিল জমা দিতে হবে,
- আপনি চাকরি জিবি হলে বেতনের রশিদ দিতে হবে, ব্যবসায়ী হলে মাসিক আয়ের হিসাব দিতে হবে,
- চেয়ারম্যান সার্টিফিকেট দরকার হবে,
- আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট থাকলে সেটার কপি দিতে হবে,
- আপনি সব সময় যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন সেই ব্যাংকের শেষ ১ বছরের স্টাটমেন্ট দিতে হবে।
আশা এনজিও লোন পদ্ধতি পেতে এই সকল ডকুমেন্ট দরকার হয়, তবে আমরা যেহেতু এখানে এক্ষত্রে সকল ডকুমেন্ট উল্লেখ করেছি তাই আপনি লোন নেওয়ার সময় এত ডকুমেন্ট নাও লাগতে পারে।
আশা এনজিও লোন পদ্ধতি কি কি?
আশা এনজিও লোনএর তিনটি প্রকারভেদ রয়েছে, তারা তিনটি বাগে আলাদা করে লোন প্রধান করে থাকে।
আশা এনজিও লোন পদ্ধতি গুলো হলোঃ
- আশা এনজিও প্রাথমিক লোন/Primary Loan
- আশা এনজিও বিশেষ লোন/Special Loan
- আশা এনজিও এমএসএমই লোন/ MSME Loan
আশা এনজিও লোন এর এই তিনটি প্রকারভেদ এর মধ্যে পারতক্ষ কি কি? এবং কোন লোনে কত টাকা প্রধান করা হয়? সুদের হাঁর কত শতাংশ? কিস্তি নিয়ম কি কি? চলুন সব জেনে নেওয়া যাক এক এক করে।
আশা এনজিও প্রাথমিক লোন/Primary Loan বৈশিষ্ট্য
আশা এনজিও প্রাথমিক লোন মূলত কাজ করে ক্ষুদ্রঋণ গুলোর জন্য এবং এটি তাদের সবচেয়ে জনপ্রিয় লোন।
এই লোনের খ্যাঁত গুলোর মধ্যে রয়েছে – শিক্ষা ঋণ, মৌসুমি ঋণ, স্যানিটেশন ঋণ, কৃষি ঋণ এবং শস্য ঋণ ইত্যাদি।
আশা এনজিও প্রাথমিক লোনে ৫ হাজার টাকা শুরু করে ৯৯ হাজার টাকা পর্যন্ত প্রধান করা হয় এবং এই লোনটি ৪ মাস, ৬ মাস, ১২ মাস এই তিনটির যেকোন একটি সময়কালের মধ্যে পরিশোদ করতে হয়।
এই লোনটি গ্রহন করলে আপনি সপ্তাহিক এবং মাসিক কিস্তি দেওয়ার সুবিদা পাবেন। এছাড়াও আপনি চাইলে এই লোনটি ৪ মাস অথবা ৬ মাস পর একটি কিস্তিতে শেষ করতে পারবেন, তবে এর জন্য আপনার ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যেতে পারে।
আশা এনজিও প্রাথমিক লোনের সুদের হাঁর সর্বোচ্ছ ২৪ শতাংশ।
আশা এনজিও বিশেষ লোন/Special Loan বৈশিষ্ট্য
আশা এনজিও বিশেষ লোন/Special Loan প্রধান করা হয় ক্ষুদ্র বাবসায়ি উদ্যোক্তা এবং ক্ষুদ্র কামার করার জন্য।
আশা এনজিও বিশেষ লোনএর জন্য ১ লক্ষ্য টাকা থেকে শুরু করে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত প্রধান করা হয়।
এই লোনটি ১২ মাস, ১৮ মাস, ২৪ মাস, অথবা ৩০ মাসের মধ্যে পরিশোদ করতে হয়। এই লোনটি সপ্তাহিক ও মাসিক কিস্তিতে পরিশোদ করতে পারবেন।
এই লোনটি সুদের হাঁর সর্বোচ্ছ ২৪ শতাংশ।
আশা এনজিও এমএসএমই লোন/MSME Laon বৈশিষ্ট্য
আশা এনজিও এমএসএমই লোন অনেক গুলো খ্যাঁতে প্রধান করা হয়।
এই লোন সর্বনিম্ন ৩ লক্ষ্য টাকা থেকে শুরু করে ২০ লক্ষ্য টাকা পর্যন্ত প্রধান করে।
এই লোন ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৮ মাস, ২৪ মাস, ৩০ মাস, অথবা ৩৬ মাসের মধ্যে পরিশোদ করতে হয়। এই লোনটিও আপনি সপ্তাহিক ও মাসিক কিস্তিতে পরিশোদ করতে পারবেন।
এই লোনটির সুদের হাঁর সর্বোচ্ছ ২২ শতাংশ।
আশা এনজিও লোন ফরম
আশা এনজিও লোন ফরম আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ফিলাপ করতে পারবেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করার পর প্রিন্ট করে অফলাইনে হাতে ফিলাপ করতে পারবেন।
আশা এনজিও লোন ফরম ডাউনলোড করার জন্য এই লিখে ক্লিক করুন।
আশা এনজিও ফোন নাম্বার
আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে আরও শতবাগ সঠিক তথ্য জানতে তাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন।
আশা এনজিও ফোন নাম্বারঃ
+88 02 58155609
+88 02 58155622
+88 02 58155627
আশা এনজিও ওয়েবসাইট
আশা এনজিও সকল তথ্য এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনি চাইলে আশা এনজিও ওয়েবসাইট থেকে সকল তথ্য জেনে নিতে পারেন। আশা এনজিও ওয়েবসাইট
আশা এনজিও প্রতিষ্ঠাতা কে?
যদিও আশা এনজিও লোন নেওয়ার জন্য আশা এনজিও প্রতিষ্ঠাতা কে তা জানার দরকার নেই, তারপরও অনেকে জানতে চান।
উত্তরঃ আশা এনজিও প্রতিষ্ঠাতার নাম মোঃ সফিকুল হক।
আশা এনজিও প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি ইন্তিকাল করেন। মোঃ সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা এনজিও প্রতিষ্ঠা করেন ও ২০০৬ সালে আশা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। আরও বিস্তারিত জানতে চাইলে পড়ুনঃ আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরী সম্পর্কে বিস্তারিত
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ও আশা এনজিও মাঠকর্মী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারতি তথ্য জানতে তাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
উপসংহার
আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আশা করছি আমাদের এই পোষ্ট থেকে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। সাথেই থাকুন এই রকম আরও বিষয় নিয়ে বিস্তারিত জানতে।
লোন দেওয়া – নেওয়া – নিতে সাহায্য ও সাক্ষী হওয়া সবটাই হারাম, তাই লোন থেকে দূরে থাকুন। দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক সুন্দর।