পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক – বিদেশের ভ্রমন করা বা কাজের জন্য বিদেশে যাওয়া বাংলাদেশের যুবকদের জন্য একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এর জন্য বিদেশের যাওয়ার জন্য দরকার হয় একটি ভিসার, তবে ভিসা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল চেক আপ। আপনার মেডিকেল FIT না আসলে আপনি কখনোই প্রবাসে ভ্রমন করতে পারবেন না। 

আরও পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন সমজেই

আপনি যদি মেডিকেল চেক আপ করে থাকেন তাহলে আপনার জন্য এটা জানা খুবি জরুরী যে আপনার মেডিকেল চেপ আপ রিপোর্ট এসেছে কি না, তবে এখন আপনারা ঘড়ে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন এবং মেডিকেল সেন্টার থেকে রিপোর্ট প্রধান করার আগেই জানতে পারবেন আপনার রিপোর্ট FIT নাকি UNFIT এসেছে। 

আরও পড়ুনঃ ই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

এবং রিপোর্ট জানার পর আপনার রিপোর্ট যদি কোন রোগের কারণে UNFIT আসে তাহলে আগে থেকেই চিকিংসা শুরু করে দিতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা অত্যন্ত জরুরী কারণ এটার উপর নিরবর করে আপনি প্রবেশে ভ্রমন করতে পারবেন কি না, তাই এটা যত দ্রুত জানা যায় ততই বেশি ভালো, UNFIT রিপোর্ট হলে তাড়াতাড়ি চিকিংসা শুরু করা যাবে এবং FIT রিপোর্ট আসলে আপনি একটা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং ভিসা পাওয়ার জন্য আশাবাদী হতে পারবেন। 

আরও পড়ুনঃ পাসপোর্ট করতে কি কি লাগে?

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক বিস্তারিত

বিভিন্ন দেশের ভিসার ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম আলাদা তাই আপনি যেই দেশে যেতে চান সে দেশ অনুযায়ী আলাদা আলাদা পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার প্রয়োজন হবে। 

আমাদের পোষ্ট থেকে আপনি এই সকল দেশের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়েঃ

Saudi Arabiaসৌদি আরাবিয়া মেডিকেল রিপোর্ট চেক
Malaysiaমালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
Qatarকাতার মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরাবিয়া মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করুন অথবা এখানে ক্লিক করে সৌদি মেডিকেল রিপোর্ট চেক ওয়েবসাইটএ প্রবেশ করুন। 

  • প্রথমে Your Medical Examinations Result পেইজে আসবে। 
  • তারপর এখানে থাকা By Passport Number অথবা Wafid Slip Number থেকে যেকোন একটি নির্বাচন করতে হবে।
  • তারপর By Passport Number অথবা Wafid Slip Number এর মধ্যে যেটা নির্বাচন করেছেন সেটার নাম্বার লিখতে হবে। 
  • তারপর Nationality Bangladeshi নির্বাচন করতে হবে। 
  • তারপর Check বাটনে ক্লিক করে মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন এবং জানতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট FIT নাকি UNFIT. 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

পূর্বের মত এবারও পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য যেকোন একটি ব্রাউজারে দিয়ে লিখুন myimms অথবা এখানে ক্লিক করে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক ওয়েবসাইটএ প্রবেশ করুন। 

  • তারপর আপনাকে মালয়েশিয়া ভিসা চেক ওয়েবসাইটে নিয়ে যাবে। 
  • ওয়েবসাইট থেকে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথম অপশনে No Passport এ আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। 
  • তারপর Citizens অপশন থেকে বাংলাদেশ নির্বাচন করুন। 
  • তারপর Search বাটনে ক্লিক করে মেডিকেল রিপোর্ট দেখুন। 

এভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট এবং ভিসা নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটএ প্রবেশ করুন। 

  • তারপর ওয়েবসাইটে VISA NUMBER অপশনে আপনার ভিসা নাম্বার লিখন। 
  • তারপর PASSPORT NUMBER অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। 
  • তারপর ক্যাপছা ভেরিফাই করুন। 
  • তারপর মেডিকেল রিপোর্ট চেক করার জন্য সাবমিট বাটনে ছ্যাপ দিন। 

এভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক – FAQ

মেডিকেল চেক আপ করার সময় কি কি পরীক্ষা করা হয়? 

মেডিকেল চেক আপ করার সময় অনেক গুলো পরীক্ষা বা টেস্ট করা হয়, যেমনঃ 

  • রক্ত পরীক্ষা,
  • ইউরিন টেস্ট, 
  • বুকের এক্স-রে, 
  • শারীরিক পরীক্ষা, 
  • ইমিউনাইজেশন টেস্ট,

কোন রোগের কারণে মেডিকেল রিপোর্ট UNFIT আসে? 

মেডিকেল রিপোর্ট UNFIT আসে অনেক গুলো রোগের কারণে, নিছে উল্লেখ করা রোগ গুলোর মধ্য থেকে যেকোন একটি আপনার শরীরে থাকলে রিপোর্ট UNFIT আসবেঃ 

  • হূদরোগ, 
  • চর্মরোগ, 
  • হেপাটাইটিস বি, 
  • শ্বাসকষ্ট বা হাঁপানি, 
  • এইচআইভি, 
  • জন্ডিস,
  • শরিরের অঙ্গ-প্রত্যঙ্গ ত্রুটি,

মেডিকেল রিপোর্ট UNFIT আসলে করনিয় কি? 

মেডিকেল রিপোর্ট UNFIT আসলে আপনাকে ভিসা দেওয়া হবেনা, ভিসা পেতে হলে আপনার যেই রোগের কারণে রিপোর্ট UNFIT এসেছে সেই রোগের চিকিংসা করে রোগ মুক্ত হতে হবে। 

তারপর পুনরায় আবার মেডিকেল টেস্ট করাতে হবে, তখন যদি আপনার রিপোর্ট FIT আসে তাহলে বিদেশ ভ্রমণ করতে পারবেন।

Related Post
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
ই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট করতে কি কি লাগে?
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
Scroll to Top