পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক ২০২৪

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার পর সবারি একটা চিন্তা থাকে ক্লিয়ারেন্স ডেলিভারি ঠিক মত হয়েছে কিনা, তবে আর নয় চিন্তা এখন আপনার নিজের মোবাইল দিয়েই পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। 

আরও পড়ুনঃ ই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পুলিশ ক্লিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ কাগজ, এটি প্রমান করে আপনার নামে কোন মামলা বা অভিযোগ নেই। বিদেশে যাওয়ার জন্য বা দেশে বিভিন্ন কাজে এবং সরকারি বেসরকারি অনেক ধরনের চাকরি পেতেও দরকার হয় পুলিশ ক্লিয়ারেন্স এর। তবে বিদেশে যাওয়ার জন্যই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ ই পাসপোর্ট করতে কি কি লাগে?

এমনকি আপনি যদি একটি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন তাহলে পাসপোর্ট অফিস কৃতক পুলিশ ক্লিয়ারেন্স এপ্রোভাল নেওয়া হয়। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য লগইন করুন pcc.police.gov.bd, তারপর My Account মেনু থেকে Application Information ফর্মে পাসপোর্ট নাম্বার এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদন রেফারেন্স নাম্বার দিয়ে Search বাটনে ছ্যাপ দিন। তাহলে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পারবেন।

আরও পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক 

এছাড়াও আপনি যেই অ্যাকাউন্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছেন সেই অ্যাকাউন্টে লগইন করলে বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। 

আবেদন ক্রীত অ্যাকাউন্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স চেক

আপনি যেই অ্যাকাউন্ট থেকে আবেদন করেছেন সেই অ্যাকাউন্ট এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক করলে আপনার পাসপোর্ট নাম্বার বা রেফারেন্স নাম্বার দরকার নেই। 

শুধু মাত্র অ্যাকাউন্টে লগইন করেই পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পারবেন। নাম্বার এবং পাসপোর্ট দিয়ে এই ওয়েবসাইটে লগইন করুন pcc.police.gov.bd 

লগইন করার পর My Account অপশনে গেলেই তার একটু নিছের দিখে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

এখন আপনি যদি নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে চান তাহলে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। 

নতুন রেজিস্টার করা অ্যাকাউন্ট অথবা আগের করা অ্যাকাউন্ট থেকে My Account অপশনে যান, তারপর সেখান থেকে Application Information যান, তারপর আপনার পাসপোর্ট নাম্বার এবং পুলিশ ক্লিয়ারেন্স রেফারেন্স নাম্বার বসান। তারপর Search বাটনে ক্লিক করুন। 

তাহলেই দেখতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর বর্তমান স্ট্যাটাস এবং কবে ডেলিভারি পাবেন সেটাও জানতে পারবেন। 

পুলিশ ক্লিয়ারেন্স চেক স্ট্যাটাস এর ভিবিন্ন অর্থ

Under Verification

হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর তদন্ত চলছে। 

Application Rejected

এর মানে হলো আপনার আবেদনটি বাতিল করা হয়েছে, এর কারণ হতে পারে আপনার নামে কোন অভিযোগ পাওয়া গেছে। অথবা এটাও হতে পারে আপনি অ্যাপ্লিকেশান করার সময় কোন ভুল তথ্য দিয়েছেন। 

Certificate Printed

এই স্ট্যাটাস দেখতে পেলে বুজবেন আপনার সম্পর্কে তদন্ত সফল হয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মুদ্রিত করা হচ্ছে। 

By OC

এটার মানে হলো সার্টিফিকেট মুদ্রিত হওয়ার পর আপনার থানার ওসি সাহেবের কাছে পাঠানো হচ্ছে স্বাক্ষর করার জন্য।

Signed By DC/SP

এর মানে হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থানা ওসি সাহেবের স্বাক্ষরের পর জেলা DC/SP স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। 

Ready For MoFA Verification

এটার মানে হলো আপনার সার্টিফিকেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যাচাই করার জন্য। 

Ready for delivery

এর মানে হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুরোপুরি তৈরি হয়েছে এবং আপনাকে প্রধান করার জন্য পস্থত। 

Delivered

আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করার পর এই স্ট্যাটাস দেখাবে।

Related Post
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
ই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট করতে কি কি লাগে?
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
error: Content is protected !!
Scroll to Top