মৌজা কিভাবে বের করবো

মৌজা কিভাবে বের করবো – জমির মৌজা ম্যাপ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যার মাধ্যমে জমির সঠিক পরিমাপ পাওয়া যায়, এবং মৌজা ম্যাপের মাধ্যমে জমি চিহ্নিত করা হয়। 

মৌজা ম্যাপ বের করার জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ভূমি সেবা ওয়েবসাইটে যেতে হবে, তারপর প্রয়োজনীয় কিছু তথ্য সাবমিট করে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে পারবেন।

এরপর আরও কিছু তথ্য সাবমিট করে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন এছাড়া অরিজিনাল সার্টিফাইড কপি হোম ডেলিভারি নেওয়ার সুবিধা থাকছে। 

মৌজা কিভাবে বের করবো এবং কিভাবে অনুসন্ধান আর সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন সব জানবেন এই পোষ্ট থেকে। 

মৌজা ম্যাপ বের করতে দরকারি তথ্য

মৌজা ম্যাপ বের করার বিস্তারিত জানা আগে চলুন প্রথমে জেনে নেওয়া যাক মৌজা ম্যাপ বের করার জন্য কি কি তথ্য দরকার হবে। 

ভূমি অফিসের ওয়েবসাইট থেকে মৌজা ম্যাপ বের করার জন্য আপনার জমির ঠিকানা দরকার হবে, জমির ঠিকানা অর্থাৎ – বিভাগ, জেলা, উপজেলা, মৌজা। 

খতিয়ানের তথ্য দরকার হবে, খতিয়ানের তথ্য অর্থাৎ – খতিয়ানের ধরন ও ছিট নাম্বার। 

মৌজা ম্যাপ বের করার জন্য এর থেকে বেশি তথ্যের দরকার নেই, তবে মৌজা ম্যাপ পাওয়ার জন্য আবেদন করার সময় আরও কিছু তথ্য দরকার হবে, যা আমরা মৌজা ম্যাপের জন্য আবেদন প্রক্রিয়া দেখানোর সাথে লিখেছি। 

মৌজা কিভাবে বের করবো

  • মৌজা বের করার জন্য ভূমি মন্ত্রনালয় ওয়েবসাইট-এ প্রবেশ করুন, তারপর হোম পেইজে থাকা মেনু থেকে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনটি বাছাই করুন। 
  • এরপর আরেকটি পেইজে নিয়ে গেলে সেখান থাকা মেনু বার থেকে মৌজা ম্যাপ অপশনটি বাছাই করুন। 
  • তারপর জমির বিভাগ নির্বাচন করুন, যেমন – ডাকা। 
  • তারপর জেলা নির্বাচন করুন, যেমন – গাজীপুর। 
  • এরপর উপজেলা নির্বাচন করুন, যেমন – গাজীপুর সদর।
  • তারপর সার্ভে টাইপ থেকে আপনি কোন খতিয়ান/পর্চার মৌজা ম্যাপ বের করতে চান তা নির্বাচন করুন, যেমন – আর এস। 
  • তারপর আপনার জমি কোন মৌজায় রয়েছে সেটা নির্বাচন করুন, যেমন – দক্ষিন সালনা। 
  • তারপর সিট নাম্বার কত সেটা লিখুন অথবা লিস্ট থেকে বাছাই করুন, যেমন – ২

সিট নাম্বার লিখে অথবা নির্বাচন করে খুঁজুন বাটনে ক্লিক করার পর উক্ত মৌজা ম্যাপ দেখতে পাবেন। 

মৌজা ম্যাপের জন্য আবেদন করতে দরকার

মৌজা ম্যাপ অনুসন্ধান করে খুঁজে পাওয়ার পর ডেলিভারির জন্য আবেদন করতে হলে আপনার কিছু তথ্য দরকার হবে। 

মৌজা ম্যাপের জন্য আবেদন করতে দরকার হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং সে অনুযায়ী জন্ম তারিখ, নাম (ইংরেজি)। এছাড়া একটি মোবাইল নাম্বার দিতে হবে। 

তারপর একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে যদি আপনার থাকে, না দিলেও সমস্যা নেই। 

তারপর মৌজা ম্যাপটি পোষ্ট অফিসের মাধ্যমে ডেলিভারি নিতে আপনার সঠিক ঠিকানা প্রধান করতে হবে পোষ্ট কোড সহ।  

মৌজা ম্যাপ পেতে আবেদন করার নিয়ম

মৌজা ম্যাপ অনুসন্ধান করে পাওয়ার পর আবেদন করতে হবে উক্ত ম্যাপটি ডেলিভারি পাওয়ার জন্য। 

ম্যাপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদন করুন বাটনে ছ্যাপ দিলে একটি ফর্ম ওপেন হবে সেটা ফিলাপ করতে হবে উপরে দেখানো দরকারি তথ্য গুলো দিয়ে। 

  • জাতীয় পরিচয়পত্র নং অপশনে ভোটার আইডি কার্ড নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বার বসান, 
  • তারপর ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিন,
  • তারপর ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে নাম লিখুন, 
  • তারপর মোবাইল নাম্বার লিখুন।

এরপর যাচাই করুন বাটনে ছ্যাপ দিন, তবে এর আগে ক্যাপছা যোগফল প্রধান করতে হবে। তু যাচাই সম্পন্ন হওয়ার পর আপনার একটি এমাইল অ্যাড্রেস দিন তারপর আপনার হোম ঠিকানা লিখুন পোষ্ট অফিস কোড সহ। 

  • তারপর আবেদনের ধরন – সার্টিফাইড কপি নির্বাচন করুন।
  • সেবা প্রধানের পদ্ধতি –  ডাকযোগ নির্বাচন করুন। 
  • তারপর সেবা প্রদানের স্থান – দেশের অভ্যন্তরে নির্বাচন করুন, তবে দেশের বাহিরে অপশন নির্বাচন করলে আরও সকল দেশের নাম দেখাবে এবং সে দেশ গুলোর ঠিকানা প্রধান করলে উক্ত দেশেও ডাকযোগের মাধ্যমে ম্যাপ ডেলিভারি দেওয়া হবে।
  • তারপর মৌজা ফী এবং পোষ্ট ফী প্রধান করার জন্য একটি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ নির্বাচন করতে হবে, যেমন – বিকাশ, নগদ, উপায়, রকেট, একপে। 
  • তারপর ফী প্রধান করার পরবর্তী ধাপ (ফী পরিশোদ) বাটনে ছ্যাপ দিয়ে ফী পরিশোদ করতে হবে। 

ফী পরিশোদ করলেই মৌজা ম্যাপ এর জন্য আবেদন সম্পন্ন হবে, এবং আবেদন সম্পন্ন হবার ১০ দিনের মধ্যে হোম ডেলিভারি পাবেন। 

মৌজা ম্যাপ ফী = ৫২০

পোষ্ট অফিস ফী = ১১০

= মোট ৬৩০ টাকা পেমেন্ট করতে হবে। 

উপসংহার 

মৌজা কিভাবে বের করবো? এই প্রশ্ন যারা করেছিলেন এবং জানতে ছেয়েছিলেন মৌজা কিভাবে বের করবো তাদের উত্তর আশা করি এই পোষ্টের মাধ্যমে পেয়ে গেছেন। এছাড়া ভূমি সংক্রান্ত যেকোন কিছু জানতে বা সমাধান পেতে কল করুন ১৬১২২ ।