সোনালী ব্যাংক লোন – সরকারি চাকরিজীবীদের মাসিক আয় কম হওয়ার কারণে তাদের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিশপত্র বা যানবাহন তারা ক্রয় করতে পারেন না, আর এই জন্য সোনালী ব্যাংক লোন প্রধান করা হয় এইসকল নিম্ন আয়ের চাকরি জীবীদের ভোগ্যপন্য ক্রয়ের সক্ষমতা বাড়ানোর জন্য, তবে এই লোন হবে লিমিটেড যা আপনি মাত্র ২০ হাজার থেকে ১ লক্ষ্য টাকা পর্যন্ত নিতে পারবেন।
আরও পড়ুনঃ সহজ কিস্তিতে লোন নেওয়ার গুপন সূত্র
এছাড়া আপনি যেই কাজে বা জিনিসপত্র ক্রয় করার জন্য লোন নিবেন সেটার মোট দামের মাত্র ২০ শতাংশ ঋণ দেওয়া হবে।
তু চলোন দেখে নেওয়া যাক সোনালী ব্যাংক লোন সম্পর্কে সকল বিস্তারিত, এই পোষ্ট থেকে আপনি জানতে পারবেন, সোনালী ব্যাংক লোন নিতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে? সুদের হাঁর কত শতাংশ? কোন কোন খ্যাঁতে সোনালী ব্যাংক এই লোন প্রধান করে থাকে? এবং দেখতে পারবেন সোনালী ব্যাংক লোন চার্টও
সোনালী ব্যাংক লোন প্রাপ্তির যোগ্যতা |Sonali Bank Loan
সোনালী ব্যাংক লোন পেতে হলে আপনাকে অবশ্যই চাকরিজীবী হতে হবে, তবে বেসরকারি চাকরি হলেও চলবে।
যেসকল চাকরিজীবীদের সোনালী ব্যাংক লোন দিবেঃ
- সরকারি/বেসরকারি সংস্থা,
- কর্পোরেশন কর্মকর্তা,
- সরকারি/বেসরকারি – এমপিওভুক্ত কলেজ শিক্ষক,
- সরকারি/বেসরকারি – এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক,
- সরকারি/বেসরকারি – এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক,
- লোনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্থায়ী চাকরিজীবী হতে হবে,
- এলপিআর-এ যাওয়ার মেয়াদ অন্তত তিন বছর থাকতে হবে,
এই হলো কিছু যোগ্যতা, আপনি লোন নিতে চাইলে সোনালী ব্যাংকে কথা বলোন এই তথ্য যেকোন সময় আপডেট হতে পারে,
সোনালী ব্যাংক লোন কোন খ্যাঁতে দেওয়া হয়?
সোনালী ব্যাংকের এই লোনটি অনেক গুলো খ্যাঁতে দেওয়া হয়, এই খ্যাঁত গুলোর মধ্য থেকে আপনি যেকোন খ্যাঁতে লোন নিতে পারবেন।
খ্যাঁতসমূহঃ
- আপনার পার্সোনাল ব্যাবহারের জন্য কম্পিউটার অথবা প্রিন্টার ক্রয়, অথবা স্কানার ক্রয়।
- এমব্রয়ডারি মেশিন ক্রয়, সুয়েটার বুনন মেশিন ক্রয়, সেলাই মেশিন ক্রয়,
- টেলিভিশন, ডিপ ফ্রিজ, ফ্রিজ, আসবাবপত্র অথবা ইলেকট্রিক ফ্যান ক্রয়,
- বাই সাইকেল অথবা মুটরসাইকেল ক্রয়,
- বায়োগ্যাস প্লান্ট স্থাপন অথবা সৌরশক্তি প্লান্ট স্থান,
- নার্সারি স্থাপন অথবা সবজি বাগান করা,
- মংস চাষ প্রকল্প,
- গাভি পালন অথবা হাঁস-মুরগি পালন,
- সন্তানের শিক্ষা ব্যয় বা খরচ,
- ছোট ব্যবসা,
সোনালী ব্যাংক থেকে এই সকল ছোট ছোট খ্যাঁতে লোন নিতে পারবেন।
সোনালী ব্যাংক লোন বৈশিষ্ট্য | Sonali Bank Personal Loan
- সোনালী ব্যাংকের এই লোন সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্ছ ১ লক্ষ্য টাকা পর্যন্ত দেওয়া হবে,
- আপনার মোট খরছের ২০ শতাংশ ব্যাংক আপনাকে লোন হিসাবে দিবে,
- সোনালী ব্যাংকের এই লোন আপনি ১২ মাস থেকে ৩৬ মাসের মধ্যে পরিশোদ করতে পারবেন,
- সোনালী ব্যাংকের এই লোনটির সুদের হাঁর ১২ শতাংশ (সরল সুদ),
সোনালী ব্যাংক লোন চার্ট | Sonali Bank Loan
এখানে আমরা একটি ঋণ পরিশোদ চার্ট দিচ্ছি, যেটি সোনালী ব্যাংক লোন চার্ট, যা আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি।
ঋণের পরিমান | ১২ মাসে পরিশোদ করলে | ২৪ মাসে পরিশোদ করলে | ৩৬ মাসে পরিশোদ করলে |
২০,০০০ | ১৭৭৫ | ৯৩৮ | ৬৫৮ |
৩০,০০০ | ২৬৬২ | ১৪০৭ | ৯৮৭ |
৪০,০০০ | ৩৫৫০ | ১৮৭৬ | ১৩১৬ |
৫০,০০০ | ৪৪৩৮ | ২৩৪৫ | ১৬৪৫ |
৬০,০০০ | ৫৩২৫ | ২৮১৪ | ১৯৭৪ |
৭০,০০০ | ৬২১২ | ৩২৮৩ | ২৩০৩ |
৮০,০০০ | ৭১০০ | ৩৭৫২ | ২৬৩২ |
৯০,০০০ | ৭৯৮৭ | ৪২২১ | ২৯৬১ |
১,০০,০০ | ৮৮৭৫ | ৪৬৯০ | ৩২৯০ |
এই চার্ট অনুযায়ী আপনার লোনের কিস্তির পরিমান নির্ধারণ করা হবে।
সোনালী ব্যাংক লোন আবেদন কোথায় করব?
আপনি বাংলাদেশের যেকোন সোনালী ব্যাংকে লোন প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন না, শুধু মাত্র সোনালী ব্যাংকের যেসকল শাখায় বেতন বাতা প্রধান করা হয় সেই সকল শাঁখাতেই লোনের জন্য আবেদন করতে পারবেন।
উপসংহার
সোনালী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত এই পোষ্টে আমরা লিখেছি, আশা করছি এই পোষ্ট থেকে আপনারা সোনালি ব্যাংক লোন সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন, আমরা আপনাদের মাজে যেই তথ্য গুলো শেয়ার করেছি তা আমাদের নিজ অবিজ্ঞতা থেকে লিখা নয়।
এই সকল তথ্য আমরা সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছি, তাই সোনালি ব্যাংক যেকোন সময় তাদের লোনের যেকোন নিয়ম বা অন্য যেকোন কিছু পরিবর্তন করতে পারে আর সেই সময় এটি আমাদের পোষ্টের সাথে না মিলাটাই স্বাভাবিক।
তাই আপনি যদি আসলেই সোনালী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে সোনালী ব্যাংক বেতন বাতা প্রধান করা যেকোন শাঁখায় কথা বলোন।
পরিশেষে বলতে চাই হে আমার মুসলিম ভাই ও বোন আমাদের জন্য দুনিয়া থেকে আখেরাত গুরুত্বপূর্ণ, আর লোন নেওয়ার এবং দেওয়া এমনকি সাক্ষী বা নমিনি হওয়াও হারাম। তাই আমার অনুরোধ ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য লোন নিয়ে আপনার আখেরাতকে নষ্ট করবেন না।